আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম নেক্সাস’। প্রতিযোগিতায় ১ম ও ২য় রানার্সআপ হয়েছে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘টিম ইনসাইট’ এবং টিম কন্ট্রোল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম ছিল “ইন্টার-ইউনিভার্সিটি আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশন” সোমবার (২১ জুলাই ) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। টিমওয়ার্ক, উদ্ভাবনী চিন্তাশক্তি ও কর্পোরেট বাস্তবতায় টিকে থাকার মতো কর্মদক্ষতা অর্জনে এমন আয়োজন অত্যন্ত কার্যকর।”
আরও পড়ুনপ্রতিযোগিতায় দেশের ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল অংশগ্রহণ করে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে বাংলাদেশের জাতীয় পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)
মন্তব্য করুন