জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও রোগীদের নিম্নমানের স্বাস্থ্যসেবা ও পণ্য সরবরাহের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে “আক্কেলপুরবাসী” ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, থানা ছাত্রদল শাখার সদস্য সচিব তানভির নিয়াজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিম, সিপিবি থানা সাধারণ সম্পাদক হাসান সরদার, পৌর জামাতের সেক্রেটারি রিপন হোসেন, ছাত্র প্রতিনিধি ইব্রাহিম সম্রাট, রবিউল ইসলাম।
আরও পড়ুনমানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার দাবি জানান।
মন্তব্য করুন