ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ঢাবি উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাবি প্রতিনিধিঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিশুর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা জাতির জন্য এক বেদনার অধ্যায়। এ ধরনের দুর্ঘটনা আমাদের হৃদয় বিদীর্ণ করে। আমরা এই শোক কখনোই ভুলে যেতে পারি না।” তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

ঢাবি প্রশাসনের কর্মসূচি ঘোষণা: বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্য ভবন, সকল আবাসিক হল এবং গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও পড়ুন

এছাড়াও নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহতদের স্মরণে সকলকে সংবেদনশীল ও সংহত থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা