ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকা মেডিকেলে রক্ত দিতে ঢাবি শিক্ষার্থীদের ভীড়, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ঢাকা মেডিকেলে রক্ত দিতে ঢাবি শিক্ষার্থীদের ভীড়, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

 ঢাবি প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একাডেমিক ভবনের ওপর বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা দলে দলে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার এ দুর্ঘটনার পরপরই সকাল থেকেই ব্লাড ব্যাংকের সামনে অসংখ্য ঢাবি শিক্ষার্থীর ভীড় লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে এত সংখ্যক রক্তদাতা আগমনে ব্লাড ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও রক্ত দেওয়ার সুযোগ না পেয়ে ফিরেও যেতে হয়েছে। দুর্ঘটনার পর থেকেই টিএসসি, কার্জন হল, মলচত্বরসহ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে, রিকশায় কিংবা গণপরিবহনে করে ঢাকা মেডিকেলে আসতে থাকেন। তাদের হাতে প্ল্যাকার্ড, কেউবা গায়ে রক্তদাতা সংগঠনের জার্সি। প্রত্যেকেই এসেছেন একটি উদ্দেশ্য নিয়ে—রক্ত দিয়ে আহত শিক্ষার্থীদের জীবন বাঁচাতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী তাহসিন রহমান বলেন ,ফেসবুকে দেখলাম কয়েকজন কলেজ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। ভাবলাম, অপেক্ষা করে লাভ নেই। রক্তই যদি জীবন বাঁচাতে পারে, তাহলে এখনই সময় পাশে দাঁড়ানোর।”

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের এক কর্মরত কর্মকর্তা জানান, “স্বাভাবিক দিনে আমরা গড়ে ৭০-৮০ ব্যাগ রক্ত সংগ্রহ করি। কিন্তু আজ দুপুর বিকেল পাঁচটার মধ্যেই ২০০-এর বেশি শিক্ষার্থী এসে গেছেন। লাইন সামাল দেওয়া, রেজিস্ট্রেশন করা, রক্তের মান যাচাই—সব কিছুতে হিমশিম খেতে হচ্ছে। তবে নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন বলেও জানান কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু: নিহতের সংখ্যা বেড়ে ২৭

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন