চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইস্রাফিল (২০) নামে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানা যায়, আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতায়িত রড স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইস্রাফিল। তার বাবা বাঁচানোর চেষ্টায় তাকে ধাক্কা দিলে নিজেও মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন