ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহীর চারঘাটে ল্যাম্পির প্রাদুর্ভাব ভ্যাক্সিনের অভাবে দুশ্চিন্তায় খামারিরা

রাজশাহীর চারঘাটে ল্যাম্পির প্রাদুর্ভাব ভ্যাক্সিনের অভাবে দুশ্চিন্তায় খামারিরা

রাজশাহী প্রতিনিধি : চারঘাটে ভাইরাসজনিত সংক্রামক ‘ল্যাম্পি স্কিন’ নামক রোগে আক্রান্ত হচ্ছে গরু। ভ্যাকসিন সরবরাহ না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা।

খোঁজ নিয়ে জানা যায়, ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স জাতীয়) গবাদিপশু, বিশেষ করে গরুর নতুন একটি রোগ। এই ভাইরাসটির উৎপত্তি আফ্রিকায়। ভাইরাস আক্রান্ত গরুর চামড়ার ওপরের অংশে প্রথমে টিউমার জাতীয় ও বসন্তের মতো গুটি গুটি উপসর্গ দেখা দেয়। এরপর দু-একদিনের মধ্যেই শরীরজুড়ে গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়। এসময় শরীরে ১০৪-১০৭ ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয়। মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং গরু খাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পঁচে গিয়ে সেখান থেকে মাংস খসে খসে পড়ে।

চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চারঘাটে ৩৫০টি গরুর খামার রয়েছে। এরমধ্যে রেজিস্ট্রিকৃত রয়েছে ১৪টি। প্রতিদিনই উপজেলার নানা প্রান্ত থেকে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুকে চিকিৎসার জন্য নিয়ে আসছেন কেউ না কেউ। উপজেলায় এখন ল্যাম্পি স্কিন রোগে শতাধিক গরু আক্রান্ত।

সরেজমিনে উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী সরদারপাড়া গ্রামের খামারি বাচ্চু মিয়া বলেন, গত সপ্তাহে হঠাৎ তার একটি গরুর শরীরের বিভিন্ন স্থান ফুলে ওঠা শুরু করে। এরপর গরু খাওয়া বন্ধ করে দেয় এবং মারা যায়। আরও একটি গরু মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন

চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির বলেন, মশা ও মাছির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তাই খামারের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে প্রতিষেধক কোন ভ্যাকসিন নেই তবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণায় ইনস্টিটিউট কর্তৃক হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দ নেই। তবে বেসরকারিভাবে বিভিন্ন কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে যাতে এই ভ্যাকসিনগুলো দিয়ে গরুগুলো সুস্থ থাকে। বর্তমানে আক্রান্ত গরুগুলোকে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, উঠান বৈঠকের মাধমে খামারিদের ল্যাম্পি স্কিন রোগ থেকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও গরুর বাছুর হওয়ার পরপরই প্রতিষেধক ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে যেনো ল্যাম্পি স্কিন রোগ থেকে সুস্থ থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চাশ বছরেও পাকা হয়নি সড়ক, প্রতিবাদে কাদা রাস্তায় ধান রোপণ

নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করুন : সাবেক এমপি রফিক

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ ও থানায় হামলা মামলায় আটক ৯ দল থেকে বহিষ্কার ৩

তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন রনি

বগুড়ার সোনাতলায় নন-টেকনিশিয়ান কবিরাজ চালাচ্ছে এক্স-রে মেশিন