ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

পঞ্চাশ বছরেও পাকা হয়নি সড়ক, প্রতিবাদে কাদা রাস্তায় ধান রোপণ

পঞ্চাশ বছরেও পাকা হয়নি সড়ক, প্রতিবাদে কাদা রাস্তায় ধান রোপণ। ছবি : দৈনিক করতোয়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : প্রায় ৫০ বছরেও পাকা হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান কাঁচা সড়ক। অব্যাহত জনদুর্ভোগ আর বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

অবশেষে আজ শনিবার (৫জুলাই) বিকেলে তারা ব্যতিক্রমী এক প্রতিবাদের পথ বেছে নেন রাস্তার উপর ধানের চারা রোপণ করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদের এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে। কাদায় হাটু পানিতে দাঁড়িয়ে গ্রামবাসীদের ধান রোপণের সেই চিত্র যেন বাকরুদ্ধ করে দেয়।

স্থানীয়রা জানান, বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি পুরো অঞ্চলের মানুষের জন্য একমাত্র যাতায়াতের মাধ্যম। তিনটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজারে যাতায়াত করেন। সেই সাথে এলাকার প্রায় ১৫০০ বিঘা ফসলি জমির ধান পরিবহণ ও এই রাস্তার ওপর নির্ভরশীল।

শিশু শিক্ষার্থী মারিয়া বলে, প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে পড়তে যাই। মাঝে মাঝেই কাদায় পড়ে যাই, বই-খাতা ভিজে যায়। স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। আরেক যুবক শরিফুল ইসলাম জানান, যে রাস্তায় হাঁটা যায় না, সেই রাস্তায় ধান চাষ করাই ভালো। তাই প্রতিবাদ স্বরূপ আমরা ধান রোপণ করেছি। যদি এই ব্যতিক্রমী পদ্ধতিতে সরকারের দৃষ্টি পড়ে।

আরও পড়ুন

এই রাস্তায় চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগীরা। এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে এক বৃদ্ধ নারী গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু কাদায় আটকে পড়ায় সময়মতো পৌঁছানো যায়নি। পথেই মৃত্যু হয় তার। এ ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রামবাসীরা।
এ বিষয়ে মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, “বাহাদুরপাড়া গ্রামের রাস্তার অবস্থা সত্যিই বেহাল।

তবে আশার কথা হলো, ওই এলাকার গুমানী নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব চুড়ান্ত হয়েছে। সেতু নির্মাণ শেষ হলেই রাস্তা পাকাকরণের কাজও শুরু করা যাবে।” তিনি আরও জানান, “পুরো ইউনিয়নে অনেক রাস্তাই এখনও কাঁচা রয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদে বারবার যোগাযোগ করা হলেও বাজেট সংকটে কাজ বাস্তবায়ন করা সম্ভ¢ব হয়নি।”

এদিকে, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই জনপদে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষের জীবনমান চরমভাবে ব্যাহত হচ্ছে। রাস্তার উন্নয়ন না হলে এলাকার মানুষ নানা দিক থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার