ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ নারী, পুরুষ ও শিশুকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত আরও খবর-
পঞ্চগড় : পঞ্চগড়ের পৃথক দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া এবং অমরখানা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। খবর পেয়ে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

পরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে। এছাড়া গতকাল শুক্রবার রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে পাঁচ জনকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা।

পরে অমরখানা বিওপি সদস্যরা বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতোমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন

আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরও অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে বলে তিনি জানান।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও ৬ নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার (৫জুলাই) উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এদের সীমান্তে আটক করে বিজিবি।

আটককৃতরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে কোহিনুর বেগম (৩০) ও ছেলে ইকরাম মোল্লা (৩১), একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩৫), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০) এবং তার মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। গতকাল শুক্রবার তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয়। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম আজ শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার