ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নারীদের সামনে বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার হাতছানি

নারীদের সামনে বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার হাতছানি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মিয়ানমারকে হারাতেই সম্ভাবনাটা মাথা তুলে দাঁড়িয়েছিল। এরপর গ্রুপের বাকি দুই দল বাহরাইন আর তুর্কমেনিস্তান ড্র করতেই নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে নারী এশিয়ান কাপে। তবে ঋতুপর্ণাদের স্বপ্নযাত্রা এখানেই শেষ হোক, তা নিশ্চয়ই কেউ চাইবেন না। দলের সামনে যে এখন নারী বিশ্বকাপ আর অলিম্পিকে খেলার হাতছানিও আসছে!

বিশ্বকাপ আর অলিম্পিকের হাতছানি, কারণ যে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ, সেটা থেকে জায়গা মিলতে পারে ওই দুই আসরে। এশিয়ান কাপটাই বাছাইপর্ব হিসেবে কাজ করবে বিশ্বকাপ আর অলিম্পিকের। আসছে বছর মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চার দল করে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। এই গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও তৃতীয় হওয়া সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

এশিয়া থেকে সরাসরি ৬ দল খেলবে বিশ্বকাপে, দুটো দল আন্ত-মহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা চার দল সরাসরিই খেলবে বিশ্বকাপে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল খেলবে দুটো প্লে অফ ম্যাচ। জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে, আর হেরে যাওয়া দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। এদিকে অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে এই এশিয়ান কাপ। কোনোভাবে গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে যেতে পারলেই মিলবে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে খেলার সুযোগ। 

আরও পড়ুন

এশিয়ান কাপে নাম লেখাতেই এসব সম্ভাবনার দুয়ার খুলে গেছে কোচ পিটার বাটলারের দলের সামনে। আফইদা, ঋতুপর্ণা নিশ্চয়ই সে সুযোগটা দু’হাতেই লুফে নিতে চাইবেন!

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানির জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে অপরিকল্পিত ব্র্রিজ নির্মাণ ১২ গ্রামের মানুষের চরম ভোগান্তি 

বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

‘ডাকাতিয়া’র পর ‘লিডার’ নিয়ে ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশা’র

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু