বাংলাদেশের ব্যাটিংয়ের মাঝে মাঠে ঢুকে পড়ল ‘অতিথি’ সাপ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে মাঠে হঠাৎ ‘অতিথি’ হয়ে হাজির এক বিশাল সাপ। তখন বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছিল।
টিভি পর্দায় মাঠে দৌঁড়ানো সাপটিকে বারবার দেখানো হয়। তাতে অবশ্য খেলা থমকে যায়নি। যেমন চলার কথা ছিল, তেমনই চলছিল।
খেলা হচ্ছে শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলা চলাকালীন মাঠে সাপ ঢুকে যাওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অতীতেও এমন ঘটনা অহরহ ঘটেছে। যেমনটি বুধবারও ঘটলো।
ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, দেখে মনে হচ্ছে একটি সাপ মাঠের মধ্যে ঘুরে পড়েছে। সাপটি মাঠে স্বাভাবিকভাবে দৌঁড়াচ্ছে।
আরও পড়ুনএদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন