দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক, মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে ডি.এন.সি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করলে ২ জনের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃতরা হলো- দিনাজপুর সদরের ৪ নং শেখপুরা ৩ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মৃত: মফিজ উদ্দিন-এর ছেলে মো: শাহজাহান সরকার (কবিরাজ) (৬২), একই গ্রামের মো: মোসলেম জামান এর ছেলে মো: রাকিবুল ইসলাম (২৬)।
আরও পড়ুনউদ্ধারকৃত ৪০০ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা। এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাকিবুজ্জামান।
মন্তব্য করুন