বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামান (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সেলিমুজ্জামান শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। আজ বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আমরুল ইউনিয়নের মোবার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহার নামীয় আসামি সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামান। তাকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন