ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে অপরিকল্পিত ব্র্রিজ নির্মাণ ১২ গ্রামের মানুষের চরম ভোগান্তি 

কুড়িগ্রামের রৌমারীতে অপরিকল্পিত ব্র্রিজ নির্মাণ ১২ গ্রামের মানুষের চরম ভোগান্তি , ছবি : দৈনিক করতোয়া

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর গ্রামের ভিতর দিয়ে যাতায়াতের গ্রামীণ সড়কটি একটি অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার ১২ গ্রামের বাসিন্দাদের।

দুবলাবাড়ি, কলাবাড়ি, বাওয়াইরগ্রাম, কাশিয়াবাড়ি, খেওয়ারচর, বারবান্দা, চুলিয়ারচর, ঝাউবাড়ি ও যাদুরচরসহ ১২ টি গ্রামের মানুষদের যাতায়াতে এ ব্রিজটি ব্যবহার করতে হয়। ব্রিজটির দু’পাশ রাস্তা থেকে প্রায় ১৫ ফিট উঁচু হওয়ায় ব্রিজটি দিয়ে কোন গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। বিশেষ করে সেতুর মূল সুবিধা থেকে বঞ্চিত পথযাত্রী, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং এলাকাবাসী তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে পুরাতন যাদুরচর ও দুবলাবাড়ি যাতায়াত সড়কের মাঝামাঝি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫০ ফিট লম্বা ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন শেষ হয়। সেতুটির দু’পাশের রাস্তার সঙ্গে মিল রেখে নির্মাণের দাবি জানালেও তৎকালীন প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেয়নি বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসী।

এব্যাপারে সরেজমিনে ব্রিজটি দেখতে গেলে ওই এলাকার সুরুজ্জামাল, আনিচ, অভিযোগ করে বলেন, ব্রিজটি আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। কিন্তু অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে এর সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। আমরা বেশ ভোগান্তিতে রয়েছি।

আরও পড়ুন

রুহুল আমিন, ময়নাল হক জানান, এ ব্রিজটির পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিশুরা বেশ কষ্ট করে এ সেতু দিয়ে পার হয়। এছাড়াও জমি থেকে ফসল আনা নেয়ায় বেশ কষ্ট করতে হয়। ব্রিজটি দ্রুত যান চলাচলের উপযোগী করার জন্য দাবি জানান তারা।

যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ ব্রিজটি নির্মাণের সময় আমাকে জানানো হয়নি। তবে অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়েছে। যে কারণে সুুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ।

এবিষয়ে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুসুদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন, কাজটি আমার সময়ের নয়। ব্রিজটি চলাচলের বিষয়ে আমাকে কেউ জানায় নি। তবে সেতুটি যদি ক্রটিপূর্ণ হয়ে থাকে তাহলে আমরা এটা যান চলাচলের উপযোগী করার চেষ্টা করবো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর