ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয়ে এক সরকারি কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।

জানা গেছে, গত ৩০ জুন রাত ৮টা ২০ মিনিটে কালীগঞ্জ উপজেলা বিএডিসি (সেচ) কর্মকর্তা নিজাম উদ্দীনের ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে সরাসরি ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধনের হুমকি দেওয়া হয়।

পরদিন, ১ জুলাই সকাল ১০টা ৫১ মিনিটে একই নম্বর থেকে পুনরায় কল করে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়।

এ ঘটনায় সেচ কর্মকর্তা নিজাম উদ্দীন ২ জুলাই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫৯) করেন। তিনি বলেন, নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি আমার কাছে মোবাইলে চাঁদা দাবি করেছে। টাকা না দিলে আমার ও পরিবারের ক্ষতি করবে বলেও হুমকি দিয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি এবং থানায় লিখিত জিডি করেছি।

আরও পড়ুন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা নম্বরগুলো সংগ্রহ করে এনআইডির মাধ্যমে পরিচয় উদঘাটন এবং হুমকিদাতাদের লোকেশন বের করার জন্য চেষ্টা করছি।  বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর