ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা দিয়োগো জোতা নিহত

সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা দিয়োগো জোতা নিহত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়োগো জোতা আর নেই। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তারকা ফুটবলার। দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।

মার্কা ও দ্য সানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পেন সময় রাত সাড়ে ১২টার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। স্পেনের কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা ১-১-২ নম্বরে একাধিক ফোন আসে। দ্রুতই ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম গিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই হৃদয়বিদারক খবরটি আসে মাত্র দুই সপ্তাহ পর, যখন জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল, “২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। এরপর ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এই সময়ে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোতা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ক্লপের অধীনে জোতার উত্থান ছিল দারুণ গল্পের মতো। 

আরও পড়ুন

পরবর্তী সময় আর্নে স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তার এই অকালমৃত্যু লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

শনিবার বগুড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুুষ্ঠান

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

সালমা’র কন্ঠে ‘দেখলে তোমায় হইগো পাগল’ আর ‘মায়া লাগেরে’

আনুপাতিক ভোট স্বৈরাশাসনের দিকে ঠেলে দেবে: রুহুল কবীর রিজভী