আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি- নুরুল ইসলাম সাদ্দাম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আজ শনিবার (২৩ আগস্ট) এসএসসি, দাখিল ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কবিতার ভাষায় বলেন, আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এজন্য আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকা তলে এসে কাজে বড় হতে হবে। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটা কারখানা। আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি।
আরও পড়ুনঅনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এড. আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সম্পাদক আনিস আহম্মেদ।
মন্তব্য করুন