ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ভারতে প্লেন দুর্ঘটনা

মেডিকেল ছাত্রাবাসে ৫ জন নিহত, আহত আরও অনেকে

ছবি : সংগৃহিত,মেডিকেল ছাত্রাবাসে ৫ জন নিহত, আহত আরও অনেকে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের ছাত্র এবং একজন পিজিটি (পোস্টগ্র্যাজুয়েট রেসিডেন্ট)।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট এআই১৭১)। কিন্তু ওড়ার কয়েক মিনিটের মধ্যেই সেটি মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিজে মেডিকেল কলেজ ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে।


দুর্ঘটনার সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে, ছাত্রাবাসের ক্যান্টিনের টেবিলে পড়ে আছে খাবারের থালা, গ্লাস, আর ধ্বংসপ্রাপ্ত প্রাচীর ঘিরে দাঁড়িয়ে আছেন উদ্বিগ্ন মানুষজন। প্লেনের একটি অংশ সরাসরি ঢুকে পড়েছে ছাত্রাবাসে।

দুর্ঘটনার পরে ভারতের চিকিৎসক সংগঠন এফএআইএমএ বলেছে, আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়েছে যখন জানতে পারলাম, প্লেনটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়েছে এবং অনেক এমবিবিএস ছাত্রও আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।

আরও পড়ুন

এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে সেনা, দমকল এবং মেডিকেল টিম কাজ করছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

শিবগঞ্জে একই দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার 

৩৩ বছর হাতের নখ কাটেনি ফুলবাড়ীর যুবক অরুণ   

ময়মনসিংহে আদিবাসীদের সাত দফা দাবি সংবাদ সম্মেলন

আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই মান্দায় ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ  

৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের কবলে ফ্রান্স