ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় রোগীকে কান ধরে ওঠবস করানো সেই চিকিৎসককে মেহেরপুরে বদলি

সাতক্ষীরায় রোগীকে কান ধরে ওঠবস করানো সেই চিকিৎসককে মেহেরপুরে বদলি

সাতক্ষীরা সদর হাসপাতালের বিতর্কিত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। এর আগে তিনি রোগীকে কান ধরে ওঠবস করানোর অভিযোগে সমালোচিত হয়েছিলেন। 

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জারি করা এক প্রজ্ঞাপনে মেহেরপুরে মেডিকেল অফিসার পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আব্দুল হামিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ষষ্ঠ দিন থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। এছাড়া পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

জানা গেছে, সম্প্রতি ডা. ফয়সাল আহমেদের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতি, সিভিল সার্জনের সঙ্গে অসদাচরণ ও বেসরকারি হাসপাতাল পরিচালনার অভিযোগ ওঠে। সদর হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা রেকর্ডে দেখা গেছে, গত তিন মাসে তিনি ৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস সালামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনায় ৫ অক্টোবর সিভিল সার্জন মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরদিন ৬ অক্টোবর ডা. ফয়সাল তাঁর সমর্থিত স্বেচ্ছাসেবকদের নিয়ে সদর হাসপাতাল সম্মুখ সড়কে মানববন্ধন আয়োজন করেন, যা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

এর আগে, রোগীকে কান ধরে ওঠবস করানোর অভিযোগেও তিনি আলোচনায় আসেন। অভিযোগ অনুযায়ী, সিরিয়াল না মেনে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে জুতা দিয়ে পিটিয়ে কান ধরে ওঠবস করান তিনি। এছাড়া, ভুক্তভোগী নারীর মেয়ে মাকে বাঁচাতে গেলে তার শ্লীলতাহানির শিকার হন।

ঘটনাটি ঘটে গত বছর ৯ নভেম্বর, সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলায় অবস্থিত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের মালিকানাধীন ডা. ফয়সালের চেম্বারে। ভুক্তভোগী নারী বিউটি বেগম (৫৫) সাতক্ষীরা কলারোয়া উপজেলার শাকদাহ এলাকার মোকাজ্জেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় তারা সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

একাধিক বিতর্কে জড়িয়ে পড়ার পর অবশেষে তাকে সাতক্ষীরা থেকে মেহেরপুরে বদলি করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর জন্মদিনে যে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

স্বপ্নভরা জীবন থেমে গেছে কিডনি বিকল হওয়া নাইমুলের

নতুন সিনেমার শুটিংয়ে তৌকীর

বগুড়ায় আমিনুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক ওয়াদুদ গ্রেফতার