স্বপ্নভরা জীবন থেমে গেছে কিডনি বিকল হওয়া নাইমুলের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: একসময় ছিল উজ্জ্বল চোখে স্বপ্নভরা ভবিষ্যৎ। নিজের যোগ্যতায় গড়ে তুলবেন পরিবার, ফিরিয়ে আনবেন সুখ এমন স্বপ্ন নিয়েই পথচলা শুরু করেছিলেন নাইমুল কবির ইসলাম নাইম (৩১)। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে তার স্বপ্নকে থামিয়ে দিয়েছে কিডনি বিকলের নির্মম বাস্তবতায়।
এখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে মত্যুর সাথে যুদ্ধ করছেন, আর ভেঙে পড়েছে তার বাবা-মায়ের সব আশার ভরসা। ২০২৩ সালে ঢাকায় চাকরি শুরু করেছিলেন নাইমুল। পরিবারে তখন নতুন আনন্দ, নতুন প্রত্যাশা। বাবা-মা ভাবছিলেন এবার হয়তো দুঃখের দিন শেষ হবে কিন্তু চাকরির কয়েক মাসের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাইমুল।
ডাক্তার বলেছেন সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করলে ভালো থাকবে, কিন্তু আমাদের পক্ষে সেই খরচ চালানো অসম্ভব। একমাত্র ছেলেকে হারাতে চাই না। পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম বলেন, নজরুল সাহেবের ছেলেটি খুব ভদ্র, শান্ত ছেলে। ছেলের চিকিৎসায় যা ছিল সব শেষ।
আরও পড়ুনহয়তো ছোট্ট সহায়তায় ফিরিয়ে দিতে পারে এক তরুণের বেঁচে থাকার আশার আলো, এক মায়ের মুখের হাসি, এক বাবার নির্ঘুম রাতের শান্তি। সহায়তার জন্য যোগাযোগ ও বিকাশ নম্বর: ০১৭৩৬-৪৯৭৬৬৪ (নাইমুল ইসলাম নাইম)।
মন্তব্য করুন