ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ-ভাসানী সেতুর সংযোগ সড়কের গর্ত যেন মরণ ফাঁদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ-ভাসানী সেতুর সংযোগ সড়কের গর্ত যেন মরণ ফাঁদ। ছবি : দৈনিক করতোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : কয়েক দিনের টানা বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হেডকোয়াটার হতে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক বিপদজনক গর্ত।

আজ বুধবার (৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলা হেডকোয়াটার থেকে মওলানা ভাসানী সেতুর ১৫ কিলোমিটার সংযোগ সড়কের মধ্যে উপজেলা হেডকোয়াটার-বেলকা বটতলা দাখিল মাদ্রাসা এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারের এ সড়কে ছোট-বড় অন্তত ৫০টি স্থানে গর্ত দেখা দিয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে পথচারী ও যানবাহন।

এলাকাবাসীর আশঙ্কা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পরও উপজেলা এলজিইডি বিভাগ এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছেন না। গত কয়েক দিনের ভারি বর্ষণে পানির তোড়ে সড়কের অংশ ভেঙে গেলে স্থানীয়রা বালুর বস্তা ফেলে পানি বন্ধের চেষ্টা করেন কিন্তু তা স্থায়ী সমাধান নয়। এ সড়ক দিয়ে প্রতিদিন চিলমারী, উলিপুর হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ি ও শান্তিরাম ইউনিয়নের মানুষ চলাচল করেন।

আরও পড়ুন

এছাড়াও অটোরিকশা, সিএনজি, অটো, নছিমন, ট্রাক, মাইক্রোবাস ও নানান ধরণের যানবাহনসহ সরকারি গাড়ি চলাচল করে। অটো রিকশা চালক এমদাদুল হক বলেন, রাস্তা নির্মাণের ২/৩ বছর যেতে না যেতেই রাস্তার দুই পাশে ছোট-বড় বহু গর্ত হয়েছে। যার কারণে সব সময় সর্তক হয়ে গাড়ি চালাতে হয়। যাতে করে কোন দুর্ঘটনা না ঘটে।

পথচারী জাহাঙ্গীর মিয়া জানান, কয়েকদিনের বৃষ্টির কারণে এই রাস্তার দুই পাশে অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। রাস্তার গর্ত গুলো মেরামতের ব্যবস্থা না করলে যে কোন মুহূর্তে প্রাণহানির মত দুর্ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

পশ্চিমাঞ্চল রেলে কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম, অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক