ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (৮ অক্টোবর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।

আমাদের প্রতিনিধিরা জানান-
কাহালু (বগুড়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে মহিলাবিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবিব।

বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিফাত আকতার খানম, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এমএ কাদের, জেন্ডার প্রোমোটার সিমা খাতুন, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, শিক্ষার্থী স্মরণ প্রমুখ। শেষে দিবসটি উপলক্ষ্যে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ধুনট (বগুড়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, শিক্ষার্থী রাফিয়া তাবাচ্ছুম ও আল লাবিবা।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে সকালে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, তথ্য সেবা কর্মকর্তা রুহানি আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ভয়েস অব জুলাইয়ের সদস্য শাহিদা খাতুন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার নুপুর প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

আরও পড়ুন

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তক ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে শিশু একাডেমির হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর (ক্রাইম) আনোয়ার হোসেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাগফেরাতু ন্নেছা উর্মি প্রমুখ।

অনুষ্ঠানে ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পল্লীশ্রী দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুশান্ত কুমার দাস।

নওগাঁ : এদিন সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

আলোচনা সভায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক টিএম মতিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

পশ্চিমাঞ্চল রেলে কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম, অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক