ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বগুড়ায় আমিনুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক ওয়াদুদ গ্রেফতার

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালুর আমিনুল ইসলাম ওরফে আমিনুর রহমান হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি আব্দুল মান্নানকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি মান্নান কাহালুর ছোট কাশিমালার তছলিম উদ্দিনের ছেলে। আজ বুধবার (৮ অক্টোবর) বগুড়ার সিনিয়ার দায়রা জজ মো. শাহজাহান কবির এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছোট কাশিমালা গ্রামের মতিয়ার রহমান ও তার ছেলে আমিনুল ইসলামদের সাথে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান ও তার বাবা তছলিম উদ্দিনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালের ১৭ জুন সকাল ৭টার দিকে আমিনুল ইসলামকে (৩০) তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়।

এরপর কথা বলার এক পর্যায়ে মান্নান আমিনুল ইসলামকে ধারালো চাকু দিয়ে বুকের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। আহত আমিনুলকে আশঙ্কাজনক অবস্থায় দুপচাাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত আমিনুলের বাবা মতিয়ার রহমান কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে কাহালু থানার এসআই আবু হেলাল অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. নাসিম আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

পশ্চিমাঞ্চল রেলে কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম, অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ-ভাসানী সেতুর সংযোগ সড়কের গর্ত যেন মরণ ফাঁদ