নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে হেরোইন সংরক্ষণ ও বহনের অভিযোগে মোছা. হাসিনা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই মামলায় মো. হেলাল উদ্দিন নামে একজনকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শওকত থান্দারের স্ত্রী ও হেলাল উদ্দিন একই গ্রামের নাহিদ উদ্দিনের ছেলে।
নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) এড. আব্দুল কাদের মিয়া জানান, ২০২০ সালের ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুনঅভিযানকালে সেখানে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়কালে মোছা. হাসিনা বেগম এবং হেলাল উদ্দিনকে ৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির টাকাসহ তাদের আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. রেজাউল করিম।
মন্তব্য করুন