সংবাদ সম্মেলন
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মুরইল ইউপিতে প্রশাসক নিয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ কে দায়িত্ব না দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ৪নং ওয়ার্ডের সদস্য সিহাব শেখ এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মুরইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের মৃত্যু এবং প্যানেল চেয়ারম্যান-১ ফ্যাসিস্ট আওয়ামী দোসর ইমদাদুল হক মল্লিক গত ৫ আগস্টের পর জেলহাজতে ছিলেন। প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে তিনি গত ৪ মার্চ দায়িত্ব গ্রহণ করলে ৬ মার্চ তা বাতিল করে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হয়।
হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে প্রশাসককে বাতিল করে তাকে পুনরায় দাযিত্ব প্রদান করা হয়। তার দায়িত্ব পালনকালে সুপ্রিম কোর্টে রিট করা হয়, যার বিচার চলমান। আদালতের আদেশে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়। এরই মাঝে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সরিয়ে দিয়ে উপজেলা সমাজসেবা অফিসারকে প্রশাসকের দায়িত্ব দিয়ে চিঠি প্রদান করা হয়।
আরও পড়ুনতিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তি দেশের সর্বোচ্চ আদালতের এই আদেশ উপেক্ষা করে তাকে হয়রানি করছেন। কাহালু উপজেলা নির্বাহী অফিসার গত ২৯ সেপ্টেম্বর সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন, যা সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করা হয়। এঘটনায় মুরইল ইউনিয়নের সাধারণ মানুষ মানববন্ধন করে।
এমতাবস্থায় তিনি, সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং তার প্রতি যে অবিচার হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় মুরইল ইউপি’র সদস্য আবু হাসান, জাহিদুর রহমান, সোহাগ, তবিবর রহমান ও মহিলা সদস্য রাশেদা বেগম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন