নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বেড়াহাসন গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের গুলজার হোসেনের গোয়ালঘরে গরু রেখে তালা দিয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
গুলজার হোসেনের স্ত্রী বাড়িতে গরু প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। চোরেরা তাদের এ স্বপ্নকে চুরমার করে দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
আরও পড়ুনআত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন