ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি নেতানিয়াহুর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরাইল। গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

ইসরাইলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরাইলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা। মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়।

এদিকে যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়-এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করে না। 

আরও পড়ুন

এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্ততাকারী খালিল আল-হাইয়া বলেন, ইতিহাস স্বাক্ষী যে ইসরাইল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের দু’বার হয়েছে। তবে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: প্রেস সচিব

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ঝাঁপ : লাশ উদ্ধার

মোগলাবাজার রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে প্রকৌশলীর মৃত্যু

নতুন চ্যানেল অনুমোদনের কারণ জানালেন তথ্য উপদেষ্টা

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মুরইল ইউপিতে প্রশাসক নিয়োগের অভিযোগ