জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ঝাঁপ : লাশ উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার সময় অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে স্থানীয়দের মধ্যে চিৎকার ও হৈচৈ শুরু হয়। এতে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ক্ষেতলাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
আরও পড়ুনক্ষেতলাল থানার উপ-পরিদর্শক মন্টু বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন