ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

স্বাস্থ্যের ঝুঁকি ও বৈরি আবহাওয়ার কারণে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা

স্বাস্থ্যের ঝুঁকি ও বৈরি আবহাওয়ার কারণে এশিয়া কাপ স্থগিতের ঘোষণা

স্পোর্টস ডেস্ক:  স্বাস্থ্যের ঝুঁকি ও  বৈরি আবহাওয়ার কারণে নারী ইমার্জিং এশিয়া কাপ শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এ প্রসঙ্গে দেওয়া এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

টুর্নামেন্ট স্থগিতের পেছনে দুটি কারণ উল্লেখ করে বিবৃতিতে যোগ করা হয়, ‘শ্রীলঙ্কার আবহাওয়া এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

আগামী ৬ জুন শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে টুর্নামেন্টের সময় দেশটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এদিকে সাম্প্রতিক সময় শ্রীলঙ্কায় চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা।

এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। আর সে কারণেই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!