ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

সংগৃহিত,গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে ঝটিকা বিক্ষোভ 

ঢাবি প্রতিনিধি : গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার  ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একদল শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত  ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

চাঁদাবাজির  হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজদের গদিতে আগুন জ্বালো একসাথে, বিচার বিচার বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, আপনারা আজকে দেখেছেন কি নৃসংশভাবে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। আমরা অতি দ্রুত সেই চাঁদাবাজ খুনিদের জেলে দেখতে চাই।

আরও পড়ুন

আরবি বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? আমরা ইন্টেরিম কে বলতে চাই এভাবে চাঁদাবাজদের ছেড়ে দিলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো। সারা দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে হবে।

উল্লেখ্য,  চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ করায় কয়েকজন সন্ত্রাসী  মিলে ওই সাংবাদিককে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই এলাপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!