ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: টটেনহাম ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির লিজেন্ড সন হিউং-মিন। প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানাও খুঁজে নিয়েছেন তিনি। বুধবার মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) নিশ্চিত করেছে, রেকর্ড চুক্তিতে ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকাকে দলে ভিড়িয়েছে তারা। 

ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চুক্তির পরিমাণ প্রায় ২৬ মিলিয়ন ডলার। যা মেজর লিগ সকারে রেকর্ড! এর আগে লিগের রেকর্ড চুক্তিটি ছিল আটলান্টা ইউনাইটেডের। তারা গত শীতে ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাটে লাতকে ভেড়াতে ২২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। সনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এলএএফসি। সেটা আবার দুই বছর বাড়ানোর অপশনও রয়েছে। ৩৩ বছর বয়সী এরই মধ্যে লিগস কাপে এলএএফসির ২-১ গোলে জেতা ম্যাচে উপস্থিত ছিলেন। বুধবার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এলএ... কী অসাধারণ একটি শহর। সৎ থেকেই বলছিল এটা আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষে এলএএফসির সহ-সভাপতি জন টরিংটনের সঙ্গে প্রথম যোগাযোগের পর সেটা আমার মন পুরোপুরি বদলে দেয়। তিনি আমার অভীষ্ট লক্ষ্য কোনটা হওয়া উচিত, সেটা দেখিয়েছেন। এখন আমি সেখানেই, আমি ধারণার চেয়েও বেশি আনন্দিত, খুবই রোমাঞ্চিত।’ ওয়েস্টার্ন কনফারেন্সে এলএএফসি ষষ্ঠস্থানে অবস্থান করছে। একই ক্লাবে সন সাবেক টটেনহাম সতীর্থ উগো লরিসকেই সতীর্থ হিসেবে পাচ্ছেন। 

আরও পড়ুন

২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে নর্থ লন্ডন ক্লাবে যোগ দেন সন। তার পর ৪৫৪ ম্যাচে টটেনহামের হয়ে ১৭৩ গোল করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে জেতেন গোল্ডেন বুট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮.৪১ শতাংশ

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল

দ্বিতীয়বার পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

রোজার আগে নির্বাচন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: রিজভী

৫ দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া