নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০৮:৫১ রাত
লাওসকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

লাওসকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
একের পর এক অর্জনে যেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েদের নজর এখন এশিয়ার মঞ্চে। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসের বাঁধা অবশ্য উতরে গেছে পিটার বাটলারের দল।
বুধবার (৬ আগস্ট) বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
মেয়েদের ফুটবলে রীতিমতো আলো ছড়াচ্ছে পিটার বাটলারের দল। ক’দিন আগে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তার আগে নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। খেলার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মুনকি-সাগরিকারা। একের পর এক আক্রমণে লাওসকে রীতিমতো কোণঠাসা করে রাখেন আফঈদারা। ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, মুনকির পা থেকে এক গোল।
মন্তব্য করুন