ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় সহকর্মীর হাতে হোটেল কর্মচারী খুন

জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় সহকর্মীর হাতে হোটেল কর্মচারী খুন। প্রতীকী ছবি

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল কর্মচারী জাহিদ হাসান (৩৫) সহকর্মী শাহীনের (১৯) খুনতির আঘাতে নিহত হয়েছেন। নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। অভিযুক্ত শাহীন ময়মনসিংহের ধুবাউড়া থানার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটে জয়পুরহাট নতুনহাট এলাকার হোটেল কুশুম কিচেন সুইটস।

জানা গেছে, আজ রোববার (৬ এপ্রিল) সকালে নাস্তা চলাকালীন কুসুম কিচেন সুইটসে রুটি শেষ হয়ে যায়। অনেকেই রুটি খাওয়ার জন্য বসে ছিলেন। এসময় মেসিয়ার শাহীন রুটি ভাজার জন্য কারিগর জাহিদকে বলে। রুটি ভাজা না ভাজাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীন রুটি ভাজা খুনতি দিয়ে জাহিদের মাথায় আঘাত করে।

এত জাহিদ মেঝেতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক জানান, অভিযুক্ত শাহীনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম