ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ছাত্রলীগের ময়মনসিংহের ফুলপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভসহ দুজনকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় এলাকা থেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র- জনতা। অপর ব্যক্তি হলেন— ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের খাসকান্দা গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।
ওই দুজনকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ছাত্র-জনতা তাদেরকে মারপিট করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় দেবাশীষ তালুকদার শুভ তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন।
মারধরের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদেরকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুনফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখছি, ঘটনার সাথে কারা জড়িত।
দুই নেতাকে মারধরের সময় ছাত্র-জনতার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এ কে এম আরিফুল হক।
তিনি বলেছেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের মারধরের সময় আমরাও সঙ্গে ছিলাম। তাদের মারধর ক্ষোভের বহিঃপ্রকাশ।
মন্তব্য করুন