ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির অদূরে মোটরসাইকেল দুর্ঘটনায় জেসমিন আক্তার (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার শিয়ালশন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার নওগাঁ সদরের চকমুক্তার এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেছুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ সদরের চকমুক্তার এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমান মোটরসাইকেলযোগে তার স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তারা সন্ধ্যায় আদমদীঘির অদূরে শিয়ালশন রাস্তার মোড় এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জেসমিন আক্তার পিছন থেকে ছিটকে পড়ে আহত হন।

আরও পড়ুন

তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান বলে নিহতের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমান জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর