ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলাদেশি ২ যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলাদেশি ২ যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে তারা নিহত হয়েছেন।

 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, নিহত দুজন পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানি পণ্য এনে তারা বাংলাদেশে সরবরাহ করেন। গতকাল রাতে চোরাচালানি পণ্য আনতে গিয়ে তারা বিএসএফের হাতে আটক হন এবং বিএসএফের নির্যাতনে মারা যান। পরে রাতে যেকোনো সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে রেখে যায়। সাবুর আলীর লাশ তার পরিবারের সদস্যরা সীমান্ত থেকে উদ্ধার করে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দাফন করার সময় পোর্ট থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

শার্শা থানার ওসি আমির আব্বাস বলেন,  জাহাঙ্গীরের লাশ ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের ইনচার্জ থানায় ইনফর্ম করলে থানা থেকে একটি টিম গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ওসি রাসেল মিয়া বলেন, আমরা খবর পাই বেনাপোল দীঘির পাড় গ্রামে সাবুর আলী নামে এক যুবকের লাশ দাফন করা হচ্ছে।লাশটি বিএসএফের নির্যাতনে নিহত হয়েছে, এমন সংবাদে থানার একটি প্রতিনিধি দল সাবুর আলীর বাড়ী যেয়ে তার লাশ উদ্ধার করেছে। নিহত দুই যুবকের লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার