ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের তিন ছেলে ও এক পুত্রবধূসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। এরআগে গতকাল রোববার নিহতের মেয়ে নুরিনা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ চৌধুরী বাদশার স্ত্রী মমতাজ বেগম তার ছেলে নুরে আলমের বাড়িতে বসবাস করতেন। কিছুদিন আগে মততাজ বেগমের ২৩ শতক জমি ছেলে আব্দুর গফুর মিয়া লিখে চান। বিষয়টি নুরে আলম ও তার স্ত্রী সুমি বেগম জানতে পেরে মমতাজ বেগমের প্রতি মনক্ষুন্ন হন।

এরইজেরে মমতাজ বেগমের ছেলে আসামি গফুর (৫০), নুরে আলম (৪০), রুহুল আমিন ওরফে সজীব (২৮) ও নুরে আলমের স্ত্রী সুমি বেগম (৩৫) এবং মৃত আজাহার আলীর ছেলে মুকুল মিয়া(৪৯) পরিকল্পিতভাবে তাকে হত্যা করে হাসানপাড়ার মাসুদ রানার বাঁশঝাড়ে মৃতদেহ ফেলে রাখেন। পরে গত শনিবার খবর পেয়ে মমতাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে গত শুক্রবার নিখোঁজ ছিলেন মমতাজ বেগম।

আরও পড়ুন

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, মমতাজ বেগম নামের বৃদ্ধাকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার মেয়ে নুরিনা বেগম। এ মামলার পাঁচ আসামির সবাইকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক