ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

ঢাবি প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ সোমবার (৯সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘদিন পর এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কঠোর নজরদারিতে রয়েছে। এবার ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো—কার্জন হল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ ও আইন অনুষদ ভবন। প্রতিটি কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের ভিড় সামলাতে বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের আলোচনায় বেশ কয়েকজন প্রার্থী এগিয়ে আছেন।

আরও পড়ুন

এর মধ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (শিবির সমর্থিত প্যানেল) থেকে ভিপি পদে আবু সাদেক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানকে অনেকে এগিয়ে দেখছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদে আলোচনায় আছেন আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ। এ ছাড়া বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংসদ (বাগছাস) থেকেও শিক্ষার্থীদের মাঝে আলোচনায় আছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৪ জন প্রার্থী, জিএস পদে আছেন ১৮ জন এবং এজিএস পদে লড়ছেন ২৫ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে এবং ক্যাম্পাস রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীরা সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছেন। তবে চূড়ান্তভাবে কে নেতৃত্বে আসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আজকের ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল 

ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

ডাকসু নির্বাচন : ভোট দিতে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার