ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : আর সড়কের সম্প্রসারণ না হওয়ায় ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। দিনাজপুর শহরের সড়কগুলো খানাখন্দ, গর্ত, পিচ ওঠা, সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। এসব সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ স্কুল- কলেজগামী ছাত্র-ছাত্রীরাসহ যানবাহন চালকেরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়াও ময়লা আবর্জনায় ভর্তি সড়কের পাশের পানি নিষ্কাশনের ড্রেনগুলো। দু’একটি সড়ক ছাড়া শহরের সব কয়টি সড়কে বড় বড় গর্ত আর ভেঙে যাওয়ায় সড়কের ওপর যত্রতত্র বাড়ির ময়লা আর্বজনা। সড়কের পাশেই ময়লার আবর্জনার স্তুপের দুর্গন্ধ শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন।

শুরু হয়েছে বর্ষাকাল। এই বর্ষাকালেও সড়কগুলোতে গর্ত, খাল খন্দক আর ভেঙে যাওয়ার কারণে চরম দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিন অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেল সিএনজিসহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়তই বিকল হয়ে যাচ্ছে। ডাস্টবিন না থাকায় সড়কের ওপর আর্বজনা ফেলার কারণে দুর্গন্ধে চলাচলা করা যায় না।

সড়কের পাশের ড্রেনগুলোর ময়লায় ভর্তির হওয়ায় কিংবা ড্রেনেজ সংযোগ না থাকায় কর্দমা ও নোংরা দুর্গন্ধযুক্ত পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে অনেক সড়ক ভেঙে গিয়েছে পানি জমে থাকায় চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

দিনাজপুর পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, দিনাজপুর কোতোয়ালি থানা থেকে রামনগর, লালবাগ হয়ে চাউলিয়াপট্টি পর্যন্ত সড়কটি খাল খন্দকে ভরে গিয়েছে। এ সড়ক দিয়ে অটোচালক থেকে শুরু করে কোন যানবাহনের চলাচল করতে চায় না। একইভাবে মডার্ন মোড় থেকে ঘাসিপাড়া হয়ে ছয় রাস্তার মোড় দিয়ে ছাত্র-ছাত্রীরাও হেঁটেও যেতে চায় না। নর্দমা আর ময়লা পানিতে ডুবে থাকে।

আরও পড়ুন

এছাড়াও উত্তর বালুবাড়ীর বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী। শাহী মসজিদ থেকে পুরাতন শিক্ষা বোর্ড অফিস পর্যন্ত একেবারেই অনুপযোগী খালখন্দক আর ময়লা পানি রাস্তায় জমে থাকায় রাস্তাটি পুকুরের মত হয়ে গেছে। শহরের রেলবাজার থেকে শুরু করে বটতলী হয়ে রাজবাটি পর্যন্ত বিশাল বড় সড়কটি বড় বড় গর্তে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় কবলিত হচ্ছে বিভিন্ন যানবাহন।

১৭নং রেলঘুন্টি হয়ে হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কটি একপ্রকার পুকুরে পরিণত হয়েছে। পৌরসভার হিসাব মতে, পৌর এলাকায় ৫৫ কিলোমিটার ৯৮৭ মিটার ড্রেন রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি ওয়ার্ডের ড্রেন ভেঙে গিয়েছে। ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। ড্রেন দিয়ে পানি প্রবাহ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি উঠছে রাস্তায়।

দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন জানান, দিনাজপুর শহরের বেশিরভাগ সড়ক দীর্ঘদিন ধরেই সংস্কার না হওয়ার কারণেই খালখন্দকে ভরে গিয়েছে। অনেক সড়ক ভেঙে গিয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও ভালো না। রাস্তা সম্প্রসারণ হয়নি অনেকদিন হল।

ফলে বেশিভাগ সড়ক প্রস্থের দিকেও সরু হয়ে গেছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিনিয়ত কাজ করছে। তবে সড়ক সম্প্রসারণ ও সড়ক সংস্কারের জন্য ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য মন্ত্রণালয় বেশ কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। শহরের বেশ কয়েকটি সড়ক কংক্রিট ঢালাই বা (আরসিসি) কিছু রাস্তায় চলমান কাজ চলছে। বর্ষার পরে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর