ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-৩ নির্বাচনী এলাকায় বিগত নির্বাচনের ভোট নিয়ে বিশ্লেষণ করছেন ভোটাররা

বগুড়া-৩ নির্বাচনী এলাকায় বিগত নির্বাচনের ভোট নিয়ে বিশ্লেষণ করছেন ভোটাররা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনী এলাকা আসন্ন ত্রয়োদশ নির্বাচনের প্রাক্কালে স্বাধীনতার পর থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। এছাড়া আসন্ন নির্বাচনে কোন দল থেকে কে মনোনয়ন পাবেন এবং কে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

এয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন হচ্ছে এমন আভাসে বিভিন্ন দল ও তাদের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমেছেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ একবার, জাসদ একবার, জাপা তিনবার, বিএনপি ছয়বার ও স্বতত্র প্রার্থী একবার এমপি নির্বাচিত হয়। ১৯৭৩ সালে আওয়ামী লীগের কছিম উদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হন। এরপর কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি।

১৯৮৬, ১৯৮৮, ২০২৪, ২০২৮ ও ২০২৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করেন। এরমধ্যে ১৯৮৬ সালে জাসদ থেকে এবিএম শাহাজান, ১৯৮৮ সালে জাপা থেকে আবারো এবিএম শাহাজাহান, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাপা থেকে এড. নুরুল ইসলাম তালুকদার এবং ২০২৪ সালে স্বতত্র প্রার্থী হিসাবে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এমপি নির্বাচিত হন।

অপরদিকে এ আসনে ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে পরপর তিনবার বিএনপি থেকে হাজি আব্দুল মজিদ তালুকদার এমপি নির্বাচিত হন। এরপর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি’র আব্দুল মজিদ তালুকদারের ছেলে আব্দুল মোমিন তালুকদার খোকা পরপর দুইবার এমপি নির্বাচিত হন। এর মাঝে ১৯৯৬ সালে অল্প সময়ের জন্য বিএনপি থেকে মেজর জেনারেল (অব.) গোলাম মওলা এমপি নির্বাচিত হন।

বগুড়া-৩ আসনটিতে বিএনপি যতবার নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই এমপি নির্বাচিত হয়েছে। ফলে এই আসন বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এই আসনটিতে হাজি আব্দুল মজিদ তালুকদার ও তার ছেলে আব্দুল মোমিন তালুকদার পরপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বেশিরভাগ ভোটারদের কাছে তাদের পারিবারিক পরিচিতি রয়েছে।

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাবেক এমপি আব্দুল মজিদ তালুকদারের ছেলে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া একই দলের বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি’র সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া বার’র সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও মেয়র ফিরোজ মোহাম্মাদ কামরুল হাসান, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল মান্নানসহ অনেকেই গণসংযোগ করছেন এবং তারা দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

অপরদিকে এ আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসাবে গুনাহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহেরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক চালাচ্ছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের একক প্রার্থী হিসাবে শাহাজাহান আলী তালুকদার। তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর