ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, টিকটকে পরিচয় হয় বরিশালের জামাল হোসেনের সঙ্গে মতলব দক্ষিণের রূপালী বেগমের। তারপর তাদের বিয়ে। সেই বিয়ের এক বছরের মাথায় স্বামী জামাল হোসেনের হাতে প্রাণ হারালেন গৃহবধূ রূপালী বেগম। গত শুক্রবার রাত ১২টায় উপজেলার উপাদী এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শিকার রূপালী বেগমের ৫ সন্তান রয়েছে। জামাল হোসেন তার দ্বিতীয় স্বামী। তার এই স্বামীর বাড়ি বরিশালে।

নিহতের বড় ভাই আলিম উদ্দিন জানান, তার বোনের সঙ্গে টিকটকে পরিচয় হয় জামাল হোসেনের। এক বছর আগে তাদের বিয়ে হয়। মাসখানেক আগে জামাল হোসেন (৫০) তার স্ত্রী রূপালী বেগমের (৪০) স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গাঢাকা দেন। এই ঘটনায় রূপালী বেগম থানায় মামলা করেন। পরে পুলিশ নারায়ণগঞ্জ থেকে জামাল হোসেনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, কয়েক দিন আগে জামাল- রূপালী বিরোধ মীমাংসা হয়। কিন্তু গত শুক্রবার সকালে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। এরপরই নিখোঁজ হন তার বোন।

নিহতের মা মরিয়ম বেগম জানান, দিনভর মেয়েকে খুঁজে না পেয়ে বসতঘরের পাশে সেপটিক ট্যাংকের মুখ খোলা দেখেন। একপর্যায়ে সেখানে মেয়ের মরদেহ খুঁজে পান তিনি।

আরও পড়ুন

এদিকে, ঘটনাটি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থলে পৌঁছে মতলব দক্ষিণ থানা পুলিশ সেপটিক ট্যাংক থেকে রূপালী বেগমের মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ধারণা, নির্যাতন চালানোর পর মৃত্যু হলে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ঘাতক স্বামী জামাল হোসেনকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার