মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি : রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল নেতা কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও খুন-খারাবির বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে এই মশাল মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, "ইন্টেরিম সরকারের আমলেও পুলিশের ভূমিকা ও জননিরাপত্তা পরিস্থিতি দেখে মনে হয়, এটি যেন শেখ হাসিনার শাসনামলেরই পুনরাবৃত্তি। উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে বলা হয়েছে-দেশকে ‘পোস্তর যুগে’ ফিরিয়ে নেওয়া হচ্ছে। একজন উপদেষ্টার কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক ও উদ্বেগজনক।" তিনি অভিযোগ করেন, “যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে বিবস্ত্র করে হত্যার ঘটনা ঘটে দুই দিন আগে।
অথচ ভিডিও ফুটেজ থাকলেও তা গতকাল প্রকাশিত হয়েছে। মূলধারার গণমাধ্যমের কাছে সেই ভিডিও ছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তা প্রচার করেনি। শেখ হাসিনার আমলে যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এখনো সেই প্রবণতা চলছে, শুধু প্রভু বদলেছে।” রিফাত রশিদ আরও বলেন, “বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন। এখন তার দায়িত্ব গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা। এই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না।”
আরও পড়ুনসমাবেশে বক্তারা রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক পরিবেশের সংকট নিয়েও উদ্বেগ জানান। তারা বলেন, “আমরা জুলাইও দেখেছি, আগস্টও দেখেছি— সেই রকম পরিস্থিতি যেন আবার ফিরে না আসে।
ছাত্রসমাজ এখনো রাজপথে আছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে ছাত্রসমাজ তা শক্ত হাতে প্রতিরোধ করবে।” বক্তারা রাজনৈতিক সহিংসতা ও গোপন আঁতাতের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন।
মন্তব্য করুন