ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

সিরাজগঞ্জে মহাসড়কে ১২ দিনে মামলা অর্ধশত, জরিমানা ৬ লাখ টাকা

সিরাজগঞ্জে মহাসড়কে ১২ দিনে মামলা অর্ধশত, জরিমানা ৬ লাখ টাকা। প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়ে গত ১২ দিনে হাইওয়ে থানা পুলিশ ১৫০টি অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে।

এসব মামলায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১ মে থেকে ১২ মে পর্যন্ত হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ বগুড়া-পাবনা মহাসড়ক ও রাজশাহী-ঢাকা মহাসড়কে ধোপাকান্দি, সাহেবগঞ্জ ও উল্লাপাড়া ভাই ভাই হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের তিন চাকার গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস, বড় বাসসহ বিভিন্ন যানবাহনকে নানা কারণে জরিমানা করা হয়।

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মহাসড়কগুলোতে সবচেয়ে বেশি সমস্যা ৩ চাকার গাড়ি। এদেরকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধের চেষ্টা করা হলেও এরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে চলাফেরা করে থাকে। এসব যানবাহনের কারণে প্রায়ই মহাসড়ক দু’টিতে দুর্ঘটনা ঘটে মানুষের যানমালের মারাত্মক ক্ষতিসাধিত হচ্ছে।

আরও পড়ুন

মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের দু’টি টিম উল্লেখিত ১২দিনে তাদের বসানো চেকপোস্টগুলোতে অভিযান চালায়। এসব অভিযানে সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক অন্যান্য তিন চাকার গাড়িগুলোকে বেশি জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা রয়েছে ৪২টি। উল্লেখিত ১২ দিনে বিভিন্ন যানবাহন মিলে ১৫০টি মামলা দেওয়া হয়েছে। ট্রাফিক নিয়মনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৩ হাজার টাকা, অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা এবং একই যানবাহন দ্বিতীয়বার ধরা পড়লে দ্বিগুণ টাকা জরিমানা করা হচ্ছে। এসব অভিযানে মহাসড়কে অনেকটা শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে। হাইওয়ে পুলিশের এই কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা