ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাইটকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) উপজেলার গেরামারা গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

আহতরা হলেন, উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), জহিরন নেসা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫), আজহার আলী (৪০) ও গোবিন্দ নগর গ্রামের কাজল রেখা (৩৫)। আহতদের মধ্যে জহিরন নেসা ও আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে আট যাত্রী নিয়ে অটোরিকশাটি নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। তিন চাকার যানটি বাইটকামারী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজিম উদ্দিন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘাতক ড্রাম ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ

বগুড়ার কাহালুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

বগুড়ার দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের পৌনে দুই লাখ টাকা জরিমানা

সামাজিক দায়বদ্ধতা থেকে গুজব রোধে কাজ করতে হবে : ডিসি, বগুড়া