সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীপাড়ে গাঁজার চাষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া বয়ে চলা বিলসূর্য নদীর খালের দুইপাড়ে অসংখ্য গাঁজা ও ভাং গাছের চাষ হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মাদ হাসনাত থানা পুলিশ ও পৌরসভার কর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে চাষকৃত ওইসব গাছ কেটে অপসারণ করার পর পুড়িয়ে দেন। উল্লাপাড়ার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল ওই গাছগুলো দেখতে পান বলে জানা গেছে।
এই কৃষি কর্মকর্তা জানান, তিনি উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে চলতি দাখিল পরীক্ষায় প্রশাসনের পক্ষে দায়িত্ব পালন গিয়ে মাদ্রাসার দো’তলা ভবন থেকে পাশের বিলসূর্য নদীর খালের দুইপাড়ে প্রচুর গাঁজা ও ভাং গাছ দেখতে পান। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার জানান, উক্ত গাঁজা ও ভাং গাছগুলো কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি করা হয়েছে। কারা নদীর দুইপাড়ের গাঁজা ও ভাং গাছের চাষ করলো তা তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন