বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ঐতিহ্যবাহী ভবানীপুর মন্দির ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে টাউন বারোয়ারী পূজামণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে। আমরা সেই সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন কার্যক্রমের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না ও স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, উপজেলা প্রকৌশলী আবদুল মজিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
সরকারি প্রতিনিধি দল প্রথমে এলজিইডি কর্তৃক বাস্তবায়ন হচ্ছে এমন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি ভবন নির্মাণ ও সংস্কারকাজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন। এসব প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন।
সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী বলেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সময়মতো ও মানসম্মত কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুনপরিদর্শনের দ্বিতীয় অংশে কর্মকর্তারা পরিদর্শনে যান পৌরশহরের টাউন বারোয়ারী পূজামণ্ডপ, ভবানীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবানীপুর মন্দিরে। তারা স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ও শারদীয় উৎসব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে পালনের আশ্বাস দেন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পূজা উদযাপন কমিটিকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, টাউন বারোয়ারী শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম প্রমুখ।
তারা সরকারের এ ধরনের উচ্চপর্যায়ের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের সমন্বিত পরিদর্শন ও তদারকি উন্নয়নকে ত্বরান্বিত করে এবং স্থানীয় জনগণের আস্থাও বাড়ায়। পরিদর্শন শেষে সচিবরা জনগণের উদ্দেশ্যে বলেন, আসন্ন দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সবাইকে সচেতন ও সহনশীল থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে উৎসব উদযাপন করতে পারে, সেটাই সরকারের মূল লক্ষ্য।
মন্তব্য করুন