ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। তাদের আমলে মানুষ মুখ খুলতে পারেনি। জোর জুলুম আর নির্যাতনের বিভীষিকাময় অধ্যায়ের সৃষ্টি করেছিল। তাই এদেশের ১৮ কোটি মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী বিশাল সমাবেশে উপরোক্ত কথা বলেন।
দিগদাইড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, রেজাউল করিম, জিএম আলী হাসান নারুন, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, বিটুল মিয়া, রুবেল মিয়া প্রমুখ।
আরও পড়ুনপ্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। কারন হিসেবে তিনি বলেন, বিএনপি এদেশের খেটে খাওয়া অভাবী মানুষের দল।
বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। মানুষ দু’বেলা দু’মুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। যাতে করে কোন ষড়যন্ত্রকারী চোরাগুপ্ত হামলা করতে না পারে।
মন্তব্য করুন