দুবাইয়ে এমিরেটস প্রধান কার্যালয়ে আইসিসি’র নারী ম্যাচ কর্মকর্তা দল

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর (আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫) আয়োজিত হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্বকাপের অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই আইসিসি’র ইতিহাসে প্রথম বারের মতো সকল ম্যাচ পরিচালনা করবেন শুধুমাত্র নারী ম্যাচ কর্মকর্তারা। এই নারী প্যানেলে রয়েছে ১০টি দেশের প্রতিনিধিত্বকারী ১৪ জন আম্পায়ার, ৪ জন ম্যাচ রেফারী।
ভারত ও শ্রীলংকা যাত্রার পূর্বে নারী ম্যাচ কর্মকর্তাদের একটি দলকে গতকাল (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ের এমিরেটসের প্রধান কার্যালয়ে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, এমিরেটস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গ্লোবাল পার্টনার।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এমিরেটসের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট বুট্রস বুট্রস বলেন, “এই বিশ্বকাপ শুধুমাত্র ফ্যানদের সঙ্গে উত্তেজনা ও আবেগ ভাগাভাগিই শুধু নয়, বরং জেন্ডার ইকুইটির প্রতি সম্মান প্রদর্শন যার মাধ্যমে সকলের জন্য মাঠে এবং মাঠের বাইরে সমান সুযোগ সৃষ্টির দৃষ্টান্ত”।
আরও পড়ুননারী স্পোর্টসকে সহযোগিতার অংশ হিসেবে এমিরেটস আইসিসি’র শতভাগ ভবিষ্যৎ ক্রিকেট নেতৃত্ব প্রোগ্রামকে সহায়তা প্রদান করছে যার লক্ষ্য হলো খেলাধুলার ক্ষেত্রের নারী নেতৃত্ব নিশ্চিত করতে বিশ্বমানের সুবিধা প্রদান।
এমিরেটসের সঙ্গে আইসিসি’র পার্টনারশীপ তিন দশকে পদার্পন করলো যা বিশ্ব ক্রীড়ার ক্ষেত্রে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত। এই পার্টনারশীপের অধীনে ফ্যানদের সামনে নিজস্ব ব্র্যান্ডিং এবং মিডিয়া এক্সপোজারের সুযোগ পাচ্ছে এয়ারলাইনটি যার বিপরীতে এমিরেটস বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে যার মধ্যে রয়েছে আম্পায়ারদের এবং রেফারীদের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে ভ্রমণের ক্ষেত্রে পরিবহণ। আইসিসি’র সকল গুরুত্বপূর্ণ ইভেন্টে এমিরেটসের ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণভাবে দৃশ্যমান থাকে।
মন্তব্য করুন