খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল করায় ২৫ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক: খুলনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ২৫ জনকে আটকের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
রবিবার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘খুলনায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’’
আরও পড়ুনএর আগে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, রবিবার সকালে খুলনা নগরীর জিরো পয়েন্ট, সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুর এবং শান্তিধাম মোড় এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।
মন্তব্য করুন