জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোহাম্মাদ আতিক বলেন, অটোরিকশায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫২ বিকাল
সড়কে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত , বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
_original_1740919854.jpg)
সড়কে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত , বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
জামালপুরের সদরে অটোরিকশায় বাসের ধাক্কায় এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো চারযাত্রী।দুর্ঘটনার বাসটি আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজোলার শরীফপুর ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ রোডের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রাজিব পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোর পাঁচযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে এক যাত্রী মারা যান।
আরও পড়ুনমন্তব্য করুন