ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ১৬ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে পুলিশ ধরতে গেলে ছাদ থেকে ইট নিক্ষেপ করে এস আইয়ের মাথা ফেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও গুজব ছড়ানোর অভিযোগে এসআই মঞ্জয় কুমার কুন্ডু বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে সিরাজুল ইসলাম পাঠা ওরফে কালু ডাকাত সাজাপ্রাপ্ত, ডাকাতি, চুরিসহ ১৬ মামলার আসামি। গতকাল শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কালু ডাকাতকে ধরতে যান শিবগঞ্জ থানা পুলিশ এসআই মঞ্জয় কুমার কুন্ডু।

পুলিশ বাড়ির সামনে পৌঁছামাত্র কালু ডাকাত চিৎকার করে বলেন, বাড়িতে ডাকাত এসেছে তোমাদের কাছে যার যা আছে সবকিছু নিয়ে বের হও। তাৎক্ষণিক তার বাড়ির নারী-পুুরুষ একত্রিত হয়ে হাতে লাঠিসোঠা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে এবং মারপিট করে। কালু ডাকাত বাড়ির ছাদে উঠে এসআইকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এসআইয়ের মাথায় ইটের আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ডিএমপি ও বগুড়াসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। থানার এসআই তাকে ধরতে গেলে বাড়িতে ডাকাত এসেছে চিৎকার করে গুজব ছড়াতে থাকে। এবং ছাদ থেকে ইট ছুড়ে এসআইকে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩